কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ী গ্রামে কৃষক পরিমল বৈদ্যর বাড়িতে দুই কেজি ওজনের আম হয়েছে।
এদিকে এত বড়ো আম দেখতে প্রতিদিন তার বাড়িতে অনেক লোক ভীড় জমাচ্ছে। কৃষক পরিমল বৈদ্য বলেন, গত ৫ বছর আগে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মচারী সুজন সাহা তাকে একটি আমের চারা এনে দেয়, সেই কলমকাটা চারা রোপণের পরের বছর থেকেই গাছে আম ধরে এবং প্রতিটি আম পূর্ন অবস্থায় দুই কেজিরও বেশি ওজনের হয়।তিনি আরো জানান, শুধুমাত্র শখের বসেই আমি এই বড়ো জাতের আমের চারা লাগিয়েছিলাম কিন্তু এখন সরকারী সহায়তা পেলে আমি আমার নিজের জমিতে বানিজ্যিক ভাবে আমের চাষ করতে চাই ।
এই বড় জাতের আম চাষের বিষয়ে কোটালীপাড়া উপ-সহকারী কৃষি অফিসার বিজন দত্ত বলেন,পরিমল বৈদ্যর বাড়িতে দুই কেজি ওজনের আম হয়েছে আমি নিজে গিয়ে দেখে এসেছি। আসলে এই জাতের আম বেশি পাওয়া যায় না তাই আম নিয়ে এলাকায় ব্যাপক উৎসাহ রয়েছ। আমি ওই কৃষককে আমের যত্নের বিষয়ে পরামর্শ দিয়েছি এবং নতুন নতুন আমের চারা,লেবু,মাল্টা,এগুলো চাষের জন্যে পরামর্শ দিয়েছি।
নিউজবিডি৭১/এম কে / ১৩ জুন ২০২০