ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন দেশ রসাতলে যাচ্ছে। সরকারের টেনে তোলার মানসিকতা নেই, জনগণকেই টেনে তুলতে হবে।
অনলাইনে এক আলোচনায় যুক্ত হয়ে তিনি একথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করা্র চেষ্টা করতে হবে। সামাল দেয়ার চেষ্টা করতে হবে। সবাইকে নিয়ে আমাদের করোনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’
নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এ আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জোর করে নিয়েছেন তারা জনগনকে কোনো মূল্য দেন না, তাদের কাছে অনেক বেশি মূল্য হচ্ছে ব্যবসার, তাদের কাছে অনেক বেশি মূল্য হচ্ছে তাদের সো-কলড প্রবৃদ্ধি বাড়ানোর। কোনটাই বাড়বে না, সব কিছু নিচে নেমে যাচ্ছে এবং ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। এই অবস্থা তারা তৈরি করেছে, এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।’
স্বাস্থ্যখাতে চরম দুর্নীতির অভিযোগ করে তিনি বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে, ভঙ্গুর হয়ে পড়েছে। এটা এখন নামে মাত্র টিকে আছে। প্রথম দিকেই সব কিছু এ্লোমেলো করে ফেলা হয়েছে।’
নিউজবিডি৭১/এম কে/ ০৪ জুন ২০২০