নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে করোনা পরিস্থিতিতে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। বন্ধ রয়েছে সব ধরনের গনপরিবহন। এতে করে কষ্টে দিনানিপাত করছে পরিবহন শ্রমিক সহ অন্যান্য শ্রমজীবি মানুষ। তাদের এ দুঃসময়ে পাশে দাড়িয়েছে মাধবদী থানা শাখা কমিউনিটি পুলিশিং ফোরাম।
বুধবার সকালে পাচঁদোনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে মাধবদী থানা শাখা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি আলহাজ্ব জাকির হোসেন ভূইয়ার সভাপতিত্বে সিএনজি চালিত অটোরিক্সা চালকদের মাঝে নিত্য পন্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ জাকির হাসান, নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল সাহেদ আহমেদ, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান, মাধবদী থানার তদন্ত অফিসার সাফায়েত হোসেন পলাশ, ইন্সপেক্টর অপারেশন মোঃ তানভীর আহমেদ, জেলা গোয়েন্দা শাখা ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক পুলিশ পরিদর্শক (নিঃ) রপন কুমার সরকার পিপিএম, পাঁচদোনা পুলিশ ফাড়ির ইনচার্জ মো: ইউসুফ মিয়া প্রমুখ।
এ সময় ব্যক্তি দূরত্ব বজায় রেখে ২ শত ২০ জন চালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নিউজবিডি৭১/এম কে/ ১৩ মে ২০২০