নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ১৭ (সতের) কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
সোমবার (১১ মে) রাত ১১টায় সিনিয়র সহকারী পুলিশ সুপার,রায়পুরা সার্কেল মোঃ তারিক রহমান এর নেতৃত্বে রায়পুরা থানার একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে রায়পুরা মেথিকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো (১)আমির হোসেন (৪২),পিতামৃত-উরফান আলী ,সাং-খাকচক, (২) নূর মোহাম্মদ (২২), পিতা-সেন্টু মিয়া, সাং-শ্রীরামপুর, (৩) মোঃ কাশেম মিয়া (৩০), পিতামৃত-সুরুজ মিয়া, (৪) মোঃবাবু (২৩),পিতামৃত-আঃ ছোবহান,উভয়সাং-নজরপুর, সর্বথানা-রায়পুরা,জেলা-নরসিংদী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার,রায়পুরা সার্কেল অন্যন্য পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতদের দখল হতে ১৭ (সতের) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নরসিংদী জেলার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী তাদের প্রত্যেকের বিরদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা রজু প্রক্রিয়াধীন।
নিউজবিডি৭১/এম কে/ ১২ মে ২০২০