মোঃ সাজেদুর রহমান,নারায়ণগঞ্জ : বাংলাদেশের করোনা হটস্পট নারায়ণগঞ্জে নতুন করে ( কোভিড -১৯ ) আক্রান্ত হয়েছেন আরও ৬০ জন। এ নিয়ে জেলাজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৩৫ জনে।
এছাড়াও ২৪ ঘণ্টার হিসেবে এই জেলায় আরও ৬৩ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় করোনামুক্ত হলেন ৩৪২। জেলা নতুন এক মৃত্যু নিয়ে এ পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন ৬০ জন।
শুক্রবার সকালের দিকে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এই হিসেব রেকর্ড হয়েছে ১৪ এপ্রিল সকাল আটটা থেকে ১৫ এপ্রিল সকাল আটটা পর্যন্ত।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, জেলায় মোট আক্রান্তের ৭৬৪ জন হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার। যা আক্রান্তের সর্বোচ্চ সংখ্যক। দ্বিতীয় সর্বোচ্চ সদর উপজেলায়। এখানে ৫০৫ জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে।
এছাড়া আড়াইহাজার ৪৯, বন্দর ৩৫, রূপগঞ্জ ৯৯, সোনারগাঁ উপজেলায় ৮৩ জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ মৃত্যু ৪২ এবং সদর উপজেলায় ১৪ জন। অন্যান্য উপজেলার মধ্যে বন্দরে ১, রূপগঞ্জে ২ এবং সোনারগাঁয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ৩১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে জেলা থেকে নমুনা সংগ্রহের মোট সংখ্যা ৬ হাজার ৬৪ টি।
এখানে সর্বপ্রথম দুজনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে ৮ মার্চ। তারা দুজনই ছিলেন ইতালি প্রাবাসী। এবং প্রথম মৃত্যু রেকর্ড করা হয় ৩০ মার্চ। তিনি বন্দরের রসূলবাগ এলাকার বাসিন্দা।
নিউজবিডি৭১/এম কে/ ১৫ মে ২০২০