বেশ কয়েকদিন ধরে নিখোঁজ এক ভারতীয় কিশোর নদীতে সাঁতার কেটে ঢুকে পড়েছে বাংলাদেশে। ১৭ বছর বয়সী ভারতীয় নাগরিক ওই কিশোরের নাম অভিজিৎ দাস। গত সোমবার (২২ নভেম্বর) কুশিয়ারা নদী সাঁতরে আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে সে।
কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতীয় ওই কিশোরের বাড়ি দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের করিমগঞ্জে।
হিন্দুস্তান টাইমস বলছে, আসাম রাজ্যের ওই এলাকাটি মূলত ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকা এবং কুশিয়ারা নদী ওই এলাকায় উভয় দেশকে বিভক্ত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের ওই এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা মোতায়েন রয়েছে।
তবে বাংলাদেশে প্রবেশের পর কিশোর অভিজিৎ দাসকে এখনও খুঁজে পাওয়া যায়নি এবং কর্মকর্তারা বলছেন, ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ওই কিশোরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
করিমগঞ্জ থানার পুলিশের তথ্য অনুযায়ী, অভিজিৎ দাসের বাড়ি আসামের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার রাঙ্গামাটি এলাকায়। সে গত ১৮ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে এবং নিখোঁজের পরপরই তারা বাবা-মা থানায় এটি রিপোর্ট করে। গত সোমবার সে করিমগঞ্জ শহরের পাশে একটি এলাকা থেকে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক দায়িত্বরত কর্মকর্তা জানান, ‘কি হয়েছে সেটি বুঝে ওঠার আগেই ওই কিশোর নদী সাঁতরে সীমান্ত পার হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশের নিরাপত্তা সংস্থাকে জানাই এবং তারাও তাকে থামানোর নিশ্চয়তা দেয়।