ক্রীড়া ডেস্ক
ঢাকা : নেইমার ব্রাজিলে আয়কর সংক্রান্ত মামলায় জরিমানা দেওয়া থেকে আপাতত রেহাই পেলেন।
দেশটির সাও পাওলো আদালত জানিয়েছেন, তাকে ঠিক কত রিয়েল (ব্রাজিলিয়ান মুদ্রা) জরিমানা করতে হবে, সেটা আয়কর দফতর নির্দিষ্ট করে দেয়নি। তাই তা স্থগিত করা হয়েছে।
তবে ফের সরকারের পক্ষ থেকে পাল্টা মামলা করা হয়েছে। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় আসেন নেইমার। ওই সময় কর দিতে অনিয়ম করেন তিনি। এর জেরে ২০১৫ সালে তার বিরুদ্ধে মামলা হয়।
প্রথমে নেইমারকে ১৮ কোটি ৮৮ লাখ রিয়েল জরিমানা করার কথা বলা হয়। পরে ২০১৭ সালে এরচেয়ে কম কর দিতে চেয়ে আবেদন করেন তিনি।
নিউজবিডি৭১/ এম কে / ৩০ মে ২০২০