পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পরকীয়ার জেরে বন্ধুর ছুরির আঘাতে জহুর আলী (৬৫) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত (ভোরে) ৪টায় তার বন্ধু ইদ্রীস পরকীয়ার জেরে বাড়িতে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে জহুর আহত আবস্থায় চিল্লাহুল্লা করলে প্রতিবেশী লোকজনের সহযোগীতায় তাকে হাসপাতালে নেয়া হলে রাস্তায় মারা যান তিনি। এদিকে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত জহুর আলী জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের মৃত দিদার আলীর ছেলে। সে বাংলাবান্ধা এলাকায় স্বস্ত্রীক ভাড়া থেকে পাথর শ্রমিকের কাজ করতেন।
তেঁতুলিয়া মডেল থানার ওসি তদন্ত আবু সাঈদ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ইন্দ্রীস সহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
নিউজবিডি৭১/এম কে / ০২ জুলাই ২০২০