পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জ্বর, সর্দী, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে বেগম (৫০) নামে এক নারী। আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই নারী উপজেলার দর্জী পাড়া এলাকার মজিবর রহমানের স্ত্রী।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নিহত ওই নারীর পরিবার দুপুর সাড়ে ১২টার সময় জ্বর, সর্দী, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন ওই নারীর শরীর থেকে নমুন সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাঠানো হলে বিস্তারিত জানা যাবে। তবে ওই নারীর করোনা উপসর্গের সাথে মিল রয়েছে।
নিউজবিডি৭১/এম কে/ ০৮ জুন ২০২০