পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীদের ঈদ উপহার দেয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের তত্ত্বাবধানে পঞ্চগড় জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নুর আলম হোসাইন সৌরভ পঞ্চগড় সদর উপজেলার শতাধিক তৃণমূল অসহায় ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে এই ঈদ উপহার দেয়ার উদ্যোগ নেন।
রোববার সকালে ঈদ উপহার হিসেবে সুগন্ধি চাল, ডাল, তেল, সেমাই, চিনিসহ খাদ্য সামগ্রি ও ১ টি করে চারাগাছ তুলে দেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।
এসময় অন্যদের মধ্যে সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নুর আলম হোসাইন সৌরভ উপস্থিত ছিলেন। পরে তৃতীয় লিঙ্গের কয়েকজনসহ স্থানীয় দরিদ্র অসহায়দেরকেও ঈদ উপহার তুলে দেয়া হয়।
নিউজবিডি৭১/এম কে/ ২৪ মে ২০২০