পঞ্চগড় : পঞ্চগড়ে নতুন করে পপ্লী চিকিৎসক, মুক্তিযোদ্ধা ও গার্মেন্টস কর্মী সহ ৩ জন শনাক্ত আক্রাক্তের সংখ্যা ১১৮ জনে। মৃত্যু ৩ জন আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭০ জন। প্রশাসনর্ তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে রেখেছে।
সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান জানায় , নতুন আক্রান্ত ২ জন পৌর এলাকার পল্লী চিকিৎসক সদর ইউনিয়নে একজন মুক্তিযোদ্ধা। অপর জন বোদা উপজেলার ঝলই শালশিলি ইউনিয়নের গার্মেন্টসকর্মী। ৩ জনের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ১৩ জুন রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নতুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠালে বৃহস্পতিবার ১৮ জুন রাতে তাদের করোনা শনাক্ত।
নিউজবিডি৭১/এম কে / ১৯ জুন ২০২০