পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছেন।
রবিবার (০৭ জুন) দুপুরে পৌর এলাকার কায়েত পাড়ায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রেজাউল ওই এলাকার মৃত বজলুর রহমান ঠিকাদারের ছেলে। তিনি পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাঁশে ডিজি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে একটি চা-পান, বিস্কুটের দোকান করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রেজাউল ইসলাম নিজ বাড়িতে ঘরের টিনে আটকে থাকা সুপারী গাছের কাঁদি পারতে গিয়ে বিদ্যুতায়িত হন। এসময় বাড়ির লোকজন সহ স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান লোপা তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ বিদ্যুৎস্পৃষ্টে রেজাউল মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
নিউজবিডি৭১/এম কে/ ০৭ জুন ২০২০