পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্তি রানী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের শিপাইপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত শান্তি রানী অধর চন্দ্র বর্মনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, এলাকার এ্যাডভোকেট বিপুল চন্দ্র এর বাড়ির বিদ্যুতের সংযোগের একটি তার পুকুরের পাশে ছিড়ে পানিতে পড়ে। ছেড়া তারে বিদ্যুতায়িত হয়ে তার ছাগলটি পুকুরে পড়ে মারা যায়। পুকুর থেকে ছাগলটি উঠাতে গিয়ে শান্তি রানী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো: আশরাফুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেন।
নিউজবিডি৭১/এম কে / ০৯ জুলাই ২০২০