পঞ্চগড় প্রতিনিধি : বেড়াতে নিয়ে গিয়ে পাঁচ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে ১৫ বছরের এক কিশোকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে দেবীগঞ্জ থানার ভাউলাগঞ্জ ইউনিয়নের নায়েকপাড়া এলাকায়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিয়াম হোসেন মিঠু নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে। মোবাশ্বেরের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিয়াম হোসেন মিঠু ভাউলাগঞ্জ হাজী আজহার আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। হত্যার কারণ চানা যায়নি।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের নায়েক পাড়া গ্রামের আশিকুর রহমান স্বপনের ছেলে সিয়াম হোসেন মিঠু (১৫) একই গ্রামের মো. আলমের ছেলে মোবাশে^রকে (৫) শুক্রবার দুপুরে সাইকেলে চড়িয়ে পাশ্ববর্তী নীলফামারী জেলার ডোমার থানার ভোগডাবুড়িতে ফুপুর বাড়িতে নিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও না পেয়ে পরদিন শনিবার দেবীগঞ্জ থানায় জিডি করেন মোবাশ্বেরের বাবা মো. আলম। রাতে পুলিশ মিঠুকে আটক করেজিজ্ঞাসাবাদ করে। মিঠু পুলিশের জিজ্ঞাসাবাদে মোবাশে^রকে সাইকেলে করে ফুফুর বাড়িতে নিয়ে গিয়ে গলাকেটে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ডোমার থানা পুলিশের সহযোগিতায় দেবীগঞ্জ থানার পুলিশ রবিবার সকালে ভোগডাবুড়ি এলাকার ডাঙ্গাপাড়ায় বনবিভাগের একটি বেতবাগান থেকে গলাকাটা মোবাশে^রের লাশ উদ্ধার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান সরকার জানান, এ ঘটনায় প্রথমে অপহরণ মামলা নেয়া হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে মোবাশে^রকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মোবাশ্বেরের বাবা মো. আলম একটি হত্যা মামলা দায়ের করেছে।
নিউজবিডি৭১/এম কে/ ১০ মে ২০২০