পঞ্চগড় : পঞ্চগড়ে পারিবারিক কলহের জেরে রডের আঘাতে স্বামীর হাতে জোসনা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী দেলোয়ার হোসেনকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
পঞ্চগড় সদর থানার এসআই হিরনময় চন্দ্র রায় জানিয়েছেন, শনিবার (১৩ জুন) বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীণ অবস্থায় মারা যায় জোসনা নামে ওই নারী। এর আগে একইদিন সকালে সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের দমনী সরকার পাড়া এলাকায় পরিবারিক কলহের জেরে স্বামী দেলোয়ার জোসনাকে রড দিয়ে আঘাত করে। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় জোসনা মৃত্যুবরণ করে।
নিউজবিডি৭১/এম কে / ১৪ জুন ২০২০