আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি করোনায় আক্রান্ত হয়েছেন । তার ছেলে কাসিম গিলানি শনিবার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন ।
একটি দুর্নীতির মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) শুনানিতে হাজির হওয়ার পর ইউসুফ রাজার করোনা পজিটিভ ধরা পড়লো।
এক টুইটে ইউসুফ রাজার ছেলে লিখেছেন, ‘ইমরান খান সরকার ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে ধন্যবাদ। আপনারা আমার বাবার জীবনকে বিপদে ফেলতে সফল হয়েছেন। তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।’
পাকিস্তানে শনিবার নতুন করে ৬ হাজার ৪৭২ জনের করোনা শনাক্ত হয়েছে যা রেকর্ড। দেশটিতে এখন করোনায় আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। আর করোনায় মারা গেছেন ২ হাজার ৫৫১ জন।
নিউজবিডি৭১/এম কে / ১৩ জুন ২০২০