পাবনা প্রতিনিধি : পাবনা জেনারেল হাসপাতালের ২ জন সিনিয়র স্টাফ নার্স নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে একজন ইন্টার্ন চিকিৎসক ও একজন স্টাফ নার্সসহ ৩ জন করোনা আক্রান্ত হন। নতুন করে ২ জন আক্রান্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ জন।
পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর জানান, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার (০৫ মে) পর্যন্ত করোনা উপসর্গ থাকায় পাবনায় ৬২৩ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৩৭৩ জনের। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয় এবং নমুনা নষ্ট হয়েছে ৩২ জনের।
এদিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১০০ বেডের পাবনা কমিউনিটি হাসপাতাল, পাবনা জেনারেল হাসপাতালে ২০ বেড এবং জেলার ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি করে মোট ২০০ বেড (আইসোলেশন) প্রস্তুত রাখা হয়েছে।
নিউজবিডি৭১/এম কে/ ৫ মে ২০২০