ঢাকা : করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে প্রথমবারের মতো ভার্চুয়ালি চুক্তি সই করা হয়েছে।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত ইতো নাওকি (হিস এক্সেলেন্সি মিস্টার আইটিও নাওকি) একইভাবে এই অনুষ্ঠানে যুক্ত হন।
বুধবার ঢাকা মহানগরীর পূর্ব-পশ্চিমে কানেক্টিভিটি বাড়াতে আরো একটি মেট্রোরেল রুট নির্মাণের লক্ষ্যে বিস্তারিত নকশা প্রণয়নসহ পরামর্শক নিয়োগে এ ভার্চুয়াল চুক্তি সই হয়।
জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী রুট-৫ এর নর্দার্ন ও সাউদার্ন, দুটি রুট থাকবে। নর্দার্ন অংশের চুক্তিতে সই করা হয়। এ রুটের এলাইনমেন্ট হবে হেমায়েতপুর হতে আমিনবাজার- গাবতলী- মিরপুর ১- মিরপুর ১০ – কচুক্ষেত- বনানী- গুলশান ২- নতুনবাজার হয়ে ভাটারা পর্যন্ত। এটি সর্বমোট ২০ কিলোমিটার দীর্ঘ হবে।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে উড়াল-পাতালসহ মোট ৬টি রোড নির্মাণ করতে যাচ্ছে সরকার। হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত রোড ৫ এর নর্দান অংশের সম্ভাব্য কাজ শেষ হয়েছে।
তিনি বলেন, ২০ কিলোমিটার দীর্ঘ এই রোডের সাড়ে ১৩ কিলোমিটার পাতাল এবং সাড়ে ছয় কিলোমিটার হবে উড়াল। এ রোড নির্মাণে প্রায় ৪১ হাজার কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে জাপান সরকার অর্থায়ন করবে ২৯ হাজার কোটি টাকা।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়াসহ মেট্রোরেলের বিভিন্ন রুটের পরিচালক প্রকৌশলী কর্মকর্তা এবং পরামর্শ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।
নিউজবিডি৭১/এম কে / ১০ জুন ২০২০