আমিনুল ইসলামঃঃ বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক সাংবাদিকদের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল কার্যালয়ে সোমবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে এ প্রশিক্ষণ কর্মসূচি। দিন ব্যাপি এ প্রশিক্ষণে সাংবাদিকদের নীতিমালা ও নৈতিকতা, প্রেস কাউন্সিল অ্যাক্ট১৯৭৪ ও তথ্য অধিকার আইন ২০০৯ শীর্ষক বিষয় নিয়ে আলোকপাত করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সএর মাধ্যমে প্রেস কাউন্সিলের বিচারপতি মো.মমতাজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস কাউন্সিলের কার্যাবলী ও পেশাগত দায়িত্ব পালনকালে নীতি নৈতিকতার ব্যাপারে গুরুত্ব আলোচনা করেন।প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে উপস্থিত সাংবাদিকদের সনদ প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
প্রশিক্ষণ কর্মশালায় ঢাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মি উপস্থিত ছিলেন।
