ঢাকা : বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলাল মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আক্রান্ত হয়ে কিছুদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন,(শনিবার) দুপুর ১২টার দিকে ইন্তেকাল করেন তিনি।
সাবেক জাতীয় ফুটবলার গোলাম রাব্বানী হেলালের কিডনিতেও সমস্যা ছিল। চিকিৎসা করে ভালোই ছিলেন তিনি; কিন্তু বৃহস্পতিবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আবাহনীতে একটানা খেলেছেন ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত। খেলা ছেড়ে আবাহনীর পরিচালক হন। একই ক্লাবের ফুটবল দলের নানা দায়িত্বও পালন করেছেন।
১৯৭৮ সালে ঢাকায় এশীয় যুব ফুটবল দলে ছিলেন। জাতীয় দলে অভিষেক হয়েছিল ১৯৭৯ সালে। খেলেছেন ১৯৮৫ পর্যন্ত।
১৯৮২ সালে আবাহনী-মোহামেডান ম্যাচে গন্ডগোলের সূত্র ধরে আবাহনীর যে চার ফুটবলারকে জেলে নেওয়া হয় গোলাম রাব্বানী হেলাল তাদেরই একজন। বাকি তিনজন কাজী মো. সালাউদ্দিন, আশরাফ উদ্দিন চুন্নু ও কাজী আনোয়ার। হেলাল বাফুফের নির্বাহী কমিটির সদস্য হন ২০০৮ সালে।
নিউজবিডি৭১/ এম কে / ৩০ মে ২০২০