বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের পুটখালী সীমাšত থেকে শনিবার বিকেলে ৯৬ বোতল ফেন্সিডিলসহ ফেইসবুক সাংবাদিক পরিচয়দানকারী ও কথিত একতা প্রেসক্লাব বেনাপোলের সহ সভাপতি ও শেখ সেলিম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা।
আটক সাংবাদিক পরিচয়দানকারী মাদক ব্যবসায়ী শেখ সেলিম বেনাপোল পোর্ট থানাধীন পাঠবাড়ি গ্রামের মৃত শেখ শাহজান আলীর ছেলে।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে; কর্নেল মনজুর এলাহী জানান, বেনাপোল থেকে ৫ কি:মি: দুরে পুটখালী সীমাšত দিয়ে কোমরে ফিটিং অবস্থায় ৯৬ বোতল ফেনসিডিল নিয়ে মোটর সাইকেল যোগে বেনাপোলে আসার পথে বিজিবি মাদক ব্যবসায়ী সেলিম এর মোটরসাইকেল আটক করে। পরে তার দেহ তল্লাশী করে কোমরে ফিটিং অবস্থায় ৯৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে।
বিজিবি জানায়, বিজিবি’র হাতে ফেন্সিডিল সহ আটক কথিত একতা প্রেসক্লাব বেনাপোলের সহ সভাপতি পরিচয় দিয়ে শেখ সেলিম দীর্ঘ দিন ধরে ফেনসিডিল ব্যবসা করে আসছিল।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, ২১ বিজিবি সদস্যরা ৯৬ বোতল ফেন্সিডিল সহ শেখ সেলিম নামে এক মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে পোর্ট থানায় সোপর্দ করেছে। পুলিশ আসামীকে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা গ্রহন করবে।
উল্লেখ্য মোটর সাইকেলে প্রেস স্টিকার সাটিয়ে বেশ কিছু মাদক ব্যবসায়ী ইদানীং ফেনসিডিল ও ইয়াবা ব্যবসা পাচার কাজে নিয়োজিত আছে বলে বিজিবি জানায়।
নিউজবিডি৭১/এম কে/ ০৬ জুন ২০২০