এম ইফতেখার জুয়েল : দীর্ঘ ছয়মাস পর আবারো প্রাণ ফিরে পাচ্ছে পৃথিবীর নীল জলরাশির একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন।
করোনায় পরিস্থিতি শীতিল হওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে চালু হচ্ছে সেন্টমার্টিনগামী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস সহ জাহাজ গুলো। স্বাস্থ্যবিধি মেনে খুলতে পারে সেন্টমার্টিনের কিছু হোটেল,কটেজ, রেস্তোরাঁগুলো। আগামী কাল সকাল ৭ টায় নুনিয়া ছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস সেন্টমার্টিনের উদ্দেশ্য ছেড়ে যাওয়া কথা রয়েছে। এর উপলক্ষে কক্সবাজার ও সেন্টমার্টিন এর পর্যটন ব্যবসা চাঙ্গা হবে বলে মনে করেন ট্যুরিজম ব্যবসায়ীরা। করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসা উন্নতি হবে বলে মনে করেন অনেকে। অন্যদিকে বিশ্লেষকরা মনে করেন পুরো স্বাস্থ্যবিধি মানতে পারলে পর্যটন ব্যবসাকে ইতিবাচক হিসেবে দেখা যাবে।
নিউজবিডি৭১/ এম কে / ১০ সেপ্টেম্বর ২০২০