ঢাকা : আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলে আকাশপথে নিষেধাজ্ঞা। ৩০ মে পর্যন্ত দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক।
বৃহস্পতিবার দুপুরে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনার প্রাদুর্ভাব কমাতে সরকার ইতিমধ্যে ৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। সামাজিক দূরত্ব ও সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে আমরাও ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছি।’
এ নিষেধাজ্ঞা পূর্বের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে -এর সাথে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে।
কার্গো, ত্রান-সাহায্য, এয়ার এম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।
একই সাথে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ৩০ মে, ২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
নিউজবিডি৭১/এম কে/ ১৪ মে ২০২০