ঢাকা : ‘কোভ্যাক্স’-এর মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ লাখ ডোজ মডার্নার টিকা এসেছে।
সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এই টিকা গ্রহণ করেন।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক, বাংলাদেশে ইউএস চার্জ দ্যা অ্যাফেয়ার্স জো অ্যান ওয়াগনার, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত কয়েকদিনে বাংলাদেশে ৯৫ লাখ ডোজ করোনার টিকা এসেছে। এর মধ্যে ৬৯ লাখ উপহারের।
সব মিলিয়ে বাংলাদেশ এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা পেয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আরও টিকা সামনের মাসগুলোতে আসার সম্ভাবনা রয়েছে।
এর আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ৩৫ লাখ ডোজ মডার্নার টিকা বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এম কে
