নিউজবিডি৭১ ডেস্ক
ঢাকা : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্কুল অব মেডিসিনের অধ্যাপক ড. জয় দীপাঞ্জন পাত্র ও ড. পরীক্ষিত মৈত্র কিটটি আবিষ্কার করেন।
মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে সোমবার কিটটি নিয়ে ইউএসএফডিএর তাদের সঙ্গে বৈঠক করবেন।
বৈজ্ঞানিক দীপাঞ্জন টুইটারে দাবি করেন, যদিও এটি রেপিড টেস্ট কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই। সোনার ন্যানো পার্টিক্যাল ও কয়েকটি নিউক্লিয় এসিড রি-এজেন্ট ব্যবহার করে কিটটি বানানো হয়েছে। করোনা পজেটিভ হলে কিটের রঙ্গ বেগুনি থেকে হয়ে যাবে নীল।
এরজন্য বিশেষ প্রশিক্ষিত লোকের দরকার নেই। ঘরে বসেই সামান্য সংক্রমণ প্রতিরোধ প্রশিক্ষণ নিয়েই যে কেউ কিটটি ব্যবহার করতে পারবেন। এতে ব্যবহার হবে ব্যক্তির লালা রস।
কিটটির মূল্য পড়বে ১০ ডলার।
নিউজবিডি৭১/এম কে/ ০৮ জুন ২০২০