ঢাকা : বাজারে পাওয়া যাচ্ছে পাকা আম। বাজারে আসা পাকা আমের কেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকা পর্যন্ত। রাসায়নিক দিয়ে পাকানো এ আম অতিরিক্ত মুনাফার আশায় একশ্রেণির ব্যবসায়ী বাজারজাত করছেন।
জানা গেছে, সাতক্ষীরা অঞ্চল থেকে এসব আম ঢাকায় আসছে। রাজধানীর পাইকারি ফলের আড়ত বাদামতলীর কিছু ব্যবসায়ীর পাশাপাশি কারওয়ান বাজার ও যাত্রাবাড়ীর কিছু পাইকারি ব্যবসায়ী এই আম খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন।
রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, রাসায়নিক দিয়ে পাকানো হলেও এসব আম দেখতে প্রকৃত পাকা আমের মতোই। গাছ পাকা আমের মতোই গায়ের রঙ হলদে অথবা হলদে সবুজ। অঞ্চল ভেদে এই আমের কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৫০ টাকা পর্যন্ত।
নিউজবিডি৭১/এম কে/ ৮ মে ২০২০