বিনোদন ডেস্ক : বর্তমানে ছোট পর্দার বেশকিছু নাটকে অভিনয় ও সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন এই প্রজন্মের মঞ্চ ও টেলিভিশন অভিনেতা হাসিব হক। অভিনেতা ও সহকারি পরিচালক হিসেবে চার বছর আগে থেকে কাজ করলেও করোনাকালীন এ বছরটাকেই নিজের জন্য শুভ বলে মনে করছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে গুণী নির্মাতা জামাল মল্লিক পরিচালনায় বেশ কিছু নাটক,রিয়েলিটি শো, বিজ্ঞাপন, ধারাবাহিক নাটকে সহকারি পরিচালক হিসেবে কাজ করেন। তার উল্লেখযোগ্য নাটক গুলোর মধ্য ডিসম্যান, তোমার চোখে আমার সর্বনাশ, প্রবাসী গ্রাম,জনম জনমের সথী,বিলাক আউট আর এই ঈদে আসছে ভিডিওম্যান।
তার সাথে কথা বললে তিনি জানান এই সপ্তাহেই তার শুটিংয়ে যাবার কথা রয়েছে । এই নাটক গুলো বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হবে। এছাড়া ইউটিউবে কিছু সল্পদৈঘ্য চলচিত্র কাজ করেন তিনি। প্রতিটি নাটকে ও শর্ট-ফ্লিম ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন । তিনি সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষী কাছে দোয়া চেয়েছেন এবং পরিচালক জামাল মল্লিক কাছে কৃতজ্ঞতা কথা জানিয়েছেন।
এম কে
