ঢাকা : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজারে বিশেষ ফ্লাইট পরিচালনা করল। ঢাকা থেকে বিশেষ ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় দুপুর ২ টা ১০ মিনিটে।
বিমানের ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হয়। বিষয়টি বিমানের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারে খালি ফ্লাইট গেলেও আসার সময় ২০ জন বিদেশি যাত্রী নিয়ে ঢাকায় ফিরে। এসব বিদেশি যাত্রীরা কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন।
এর আগে দেশের বিমান সংস্থাগুলো অভ্যন্তরীণ রুটে অল্প কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে।
নিউজবিডি৭১/এম কে/ ২৩ মে ২০২০