স্পোর্টস ডেস্ক
ঢাকা : সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত ব্রাজিল। প্রাণঘাতী ভাইরাসটি ফুটবলেও মারাত্মক প্রভাব ফেলেছে । শীর্ষ অনেক ক্লাবেই হানা দিয়েছে করোনা (কোভিড-১৯) রোগ। যার মধ্যে অন্যতম ফ্লামেঙ্গো। কোপা লিবার্তাদোরেসের বর্তমান চ্যাম্পিয়নদের দলে নতুন করে ৩৮ জনের শরীরে ধরা পড়েছে করোনা।
ব্রাজিলিয়ান ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে । তারা জানিয়েছে, ক্লাবের সঙ্গে জড়িত ২৯৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল, সেখানে ৩৮ জনের শরীরে ভাইরাস শনাক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছেন মূল দলের তিন খেলোয়াড়।
এক বিবৃতিতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নরা জানিয়েছে, ‘খেলোয়াড়দের যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেককে নজরে রাখা হচ্ছে এবং নতুন পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।’একই সঙ্গে তারা জানিয়েছে, যাদের ফল ‘নেগিটিভ’এসেছে, তারা নিজ নিজ কাজে যোগ দিতে পারবেন।
নিউজবিডি৭১/এম কে/ ৮ মে ২০২০