আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা : ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনেই আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কোভিড ১৯য়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭২০ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে একদিনে নতুন করে আরও ৬ হাজার ৬৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ১০১।
নিউজবিডি৭১/এম কে/ ২৩ মে ২০২০