ঢাকা : অভিনয়শিল্পী অপূর্বর সংসারে কয়েক মাস ধরে টানাপোড়েন চলছিল। ছোট পর্দার জনপ্রিয় এ নায়কের দ্বিতীয় সংসারটিও ভেঙে গেল।
ফেসবুকে অপূর্ব লিখেছেন, ‘স্টপ কলিং মি ভাবি এভরিওয়ান।’ রোববার বিকেলে তাঁর এ পোস্ট থেকে মোটামুটি পরিস্কার হওয়া যায় যে, তাঁরা আর একসঙ্গে নেই। এমনকি নিজের প্রোফাইলে ‘ডিভোর্স’ শব্দটিও যুক্ত করে নিয়েছেন নাজিয়া।
২০১১ সালের ১৪ জুলাই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০১৪ সালের জুন মাসে বাবা-মা হন তাঁরা। তাদের ঘরে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র রয়েছে।
বিচ্ছেদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়ে গেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না। যদি কখনো মনে করি, তখন বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত জানাব সবাইকে।’
নাজিয়াকে বিয়ে করার আগে অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব পালিয়ে বিয়ে করেন আরেক অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভাকে। বিয়ের কিছুদিন পরই তাঁদের বিচ্ছেদ ঘটে।
নিউজবিডি৭১/এম কে/১৭ মে ২০২০