খুলনা : খুলনায় মসজিদের কমিটিতে অন্তর্ভুক্ত না করা ও পুলিশ কর্তৃক একজনকে গ্রেফতারকে ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকার কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীদের একত্রিত করে হামলাকারীদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ঘটনার পর খুলনা মহানগর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মশিয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন-সাইফুল, আফসার, শামিম, রবি, খলিল, রানাসহ ৯-১০ জন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় নিহতরা হলেন-নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকার বাসিন্দা নজরুল ইসলাম শেখ (৬০) ও গোলাম রসুল শেখ (৩০)। নজরুলের বুকে তিনটি ও গোলাম রসুলের বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, মশিয়ালী এলাকার বাসিন্দা হাসান আলী মাস্টারের ছেলে জাকারিয়া (খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক), জাফরিন (খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক বহিষ্কৃত সহ-সভাপতি) ও মিল্টনের সঙ্গে স্থানীয়দের মশিয়ালী আলিয়া মাদরাসা মসজিদের কমিটির বিষয়ে দ্বন্দ্ব চলে আসছে। এলাকাবাসী চায় না মসজিদের কমিটিতে তারা অন্তর্ভুক্ত হোক। অন্যদিকে তারা জোর করে হলেও কমিটিতে স্থান পেতে মরিয়া।
নিউজবিডি৭১/ এম কে / ১৭ জুলাই ২০২০