ঢাকা : তীব্র যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সৃষ্টি হয়েছে। প্রায় ৭ কিলোমিটার দাউদকান্দির টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত সড়কে থেমে থেমে এই যানজটের সৃষ্টি হচ্ছে।
জানা গেছে, সোমবার সকাল থেকেই এ যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। দুপুরে এই রিপোর্ট লেখার সময়ও মহাসড়কে যানজট লেগে ছিলো।
এদিকে, যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে পণ্যবাহী গাড়ির চালক ও প্রাইভেট গাড়ির যাত্রীদের।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন।
তিনি জানান, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মহাসড়কে নিয়মিত চেকপোস্ট করছে হাইওয়ে পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আজ থেকে আরও কঠোর অবস্থানে পুলিশ। সড়কে পণ্যবাহী গাড়ির বাড়তি চাপ থাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে গাড়ি থেমে থেমে চলছে বলে জানান তিনি।
নিউজবিডি৭১/এম কে/ ১৮ মে ২০২০