ঢাকা : বাংলাদেশের ক্রীড়া জগতেও এবার হানা দিয়েছে করোনা ভাইরাস। তামিম ইকবালের বড় ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর আগেই পাওয়া গেছে।
এবার করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
শনিবার বিকালে মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত তিনদিন ধরে জ্বর ও শরীর ব্যাথায় ভুগছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। গত বৃহস্পতিবার তিনি করোনা পরীক্ষার জন্য ঢাকায় নমুনা দেন। রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তিনি এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত সোমবার (১৫ জুন) করোনা আক্রান্ত হন মাশরাফির শাশুড়ি হোসনে আরা।
এদিকে বাংলাদেশ দলের আরেক সাবেক ক্রিকেটার এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
দশদিন আগে শরীরে জ্বর ও ব্যথা অনুভব করেছিলেন নাফিস। পরে করোনা টেস্ট করালে ফলাফল পজিটিভ আসে। ধীরে ধীরে শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন। খাবারে তেমন স্বাদ পাচ্ছিলেন না।
অবশ্য এখন ভালো আছেন নাফিস। ধীরে ধীরে সুস্থ অনুভব করছেন সাবেক এ ব্যাটসম্যান।
ক্রিকেট সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক অডিও বার্তায় নাফিস বলেন,‘অনেকেই ফোন করছেন খবর নেয়ার জন্য, কিন্তু রিসিভ করতে পারছি না। ধীরে ধীরে আমি ভালো অনুভব করছি। হোম আইসোলেশনে আছি। দোয়া করবেন সবাই। এখান থেকে যেন কোনো জটিলতা না দেখা দেয়।’
নিউজবিডি৭১/এম কে / ২০ জুন ২০২০