আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটন ডিসি , ০৩ জুলাই-যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ ব্যাবসাপ্রতিষ্ঠানে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘হান্ট্রেস ল্যাবস’ এ হামলার কথা জানিয়েছে। ফ্লোরিডাভিত্তিক তথ্যপ্রযুক্তি কোম্পানি ‘ক্যাসেয়া’য় হামলা চালানোর পর তাদের সফটওয়্যার ব্যবহারকারী কোম্পানিগুলোতেও হামলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।
শুক্রবার দুপুরে হ্যাকিংয়ের বিষয়টি নজরে আসে, যখন গোটা যুক্তরাষ্ট্র শনিবার স্বাধীনতা দিবসের ছুটির জন্য প্রস্তুত হচ্ছে। এর পরদিন রোববার সাপ্তাহিক ছুটি। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ক্যাসেয়া জানিয়েছে, তারা এই হামলা খতিয়ে দেখছে।
আইটি কোম্পানি কাসেয়া জানিয়েছে, হামলায় তাদের এমন একটি অ্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছে যা দিয়ে করপোরেট সার্ভার, ডেস্কটপ কম্পিউটার এবং নেটয়ার্ক পরিচালিত হয়। গ্রাহকদের মধ্যে যারা ভিএসএ টুল ব্যবহার করেন তাদের দ্রুত তাদের সার্ভার বন্ধের আহ্বান জানিয়েছে তারা। বিশ্বের ১০টি দেশে ১০ হাজারের বেশি ব্যবহারকারী রয়েছে তাদের।
কাসেয়া জানিয়েছে, খুব ‘অল্প সংখ্যক’ কোম্পানি হামলার শিকার হয়েছে। তবে তারা নিশ্চিত নয় ঠিক কতগুলো কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও হানট্রেস ল্যাব জানিয়েছে, এই সংখ্যা প্রায় ২০০টি।
এদিকে গত মাসে জেনেভা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, এ ধরনের সাইবার হামলায় লাগাম টানার দায়িত্ব তার। পুতিনকে তিনি ১৬টি অবকাঠামো খাতের তালিকা দিয়েছেন, যেগুলো হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয় বলেও জানিয়েছেন তিনি।
এসএইচআই