আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা : পাউডার ছাড়াও জনসন এন্ড জনসন তাদের আরো ১’শ পণ্য বিক্রি বন্ধ করার কথা জানিয়েছে। ট্যালকম পাউডারে অ্যাসবেস্টস রয়েছে যা ক্যান্সার সৃষ্টি করে কোম্পানি তাও স্বীকার করেছে।
জনসন অ্যান্ড জনসন কোম্পানির দাবি নিরাপত্তা নিয়ে ভুল তথ্য ছড়ানোর ফলে পাউডারটির চাহিদা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ১৯ হাজারের বেশি মামলা রয়েছে, যেগুলোর বেশিরভাগ নিউ জার্সিতে বিচারাধীন।
গত ফেব্রুয়ারিতে এক মামলায় জনসন এন্ড জনসনকে চারজন ক্যান্সার রোগীকে সাড়ে ৭শ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয় আদালত।
সর্বশেষ আরেক মামলায় এক ক্যান্সার আক্রান্ত নারীকে ২৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয় আদালত। এ রায়ের পর মার্কিন কংগ্রেসের কাছে জনসন এন্ড জনসন বেবি পাউডার বিক্রি বন্ধের দাবি ওঠে।
অন্যান্য দেশে এ ট্যালকম পাউডারটি নিয়ে আদালতে তেমন কোনো মামলা না থাকায় বিক্রি অব্যাহত থাকবে।
পাউডারটিতে অ্যাসবেস্টস রয়েছে বলে ২০১৮ সালে রয়টার্সের এক প্রতিবেদনের পর তা বাতিলে চাপ বাড়তে থাকে।
নিউজবিডি৭১/এম কে/ ২০ মে ২০২০