লাইফস্টাইল ডেস্ক
ঢাকা : বেশিরভাগ মানুষ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে যতটা সম্ভব সতর্ক থাকার চেষ্টা করছেন । তাই বাইরে না গিয়ে বরং অনলাইনেই কেনাকাটার পাট সারতে চাইছেন অনেকে।
খাদ্য সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র অর্ডার করছেন। তবে এই বাইরে থেকে আসা জিনিসপত্রগুলো আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।
অনলাইনে খাবার অর্ডার করা কি আপনার জন্য নিরাপাদ? বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ফুড বা ফুড প্যাকেজিংয়ের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কারণ ভালোভাবে রান্না করা হলে এই ভাইরাস বেঁচে থাকে না, তাই অনলাইনে অর্ডার করা খাবার সম্পূর্ণ নিরাপদ।
তবে এই বিষয়গুলোতে অবশ্যই নজর দেবেন-
খাবার অর্ডার করতে, আপনি ‘কনট্যাক্টলেস ডেলিভারি’ বিকল্পটি নির্বাচন করুন। ‘কনট্যাক্টলেস ডেলিভারি’র ক্ষেত্রে, ফুড ডেলিভারি দেওয়া ব্যক্তিটি আপনার খাবারটি আপনার দরজার বাইরে রাখবে, ডোরবেল বাজাবে এবং ডেলিভারি করা হয়েছে তা নিশ্চিত করার জন্য আপনাকে কল করবে। এতে আপনি নিজের অর্ডারও পাবেন এবং ডেলিভারি দেওয়া ব্যক্তির থেকে নিরাপদ দূরত্বও বজায় রাখতে পারবেন।
খাবারের প্যাকেটটি ভিতরে আনার আগে ক্যারি ব্যাগটি বাইরের ডাস্টবিনে ফেলে দিন। খাবারটি একটি পরিষ্কার পাত্রে ঢালুন, প্যাকেটটি ডাস্টবিনে ফেলে দিন। যদি আপনার খাবারটি গরম না থাকে তবে খাওয়ার আগে গরম করুন। হাত দিয়ে না খাওয়ার পরিবর্তে চামচ এবং কাঁটা চামচ ব্যবহার করা উচিত।
নিরাপদ থাকার জন্য খাওয়ার আগে এবং প্যাকেটে হাত দেয়ার পরে ভালোভাবে হাত ধোবেন।
নিউজবিডি৭১/এম কে/ ১৩ মে ২০২০