রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় পুলিশ, হাসপাতালের নার্সসহ নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
রংপুর জেলায় ৩৪ দিনে সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ পুলিশ সদস্যদের সংখ্যা বেশি।
মঙ্গলবার (৫ মে) বিকেলে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রমেকের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় রংপুর জেলার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে হাসপাতালের ২ জন নার্স, ২ পুলিশ সদস্য, রংপুর কারাগারের এক স্টাফ ও নগরীর ২ জন রয়েছেন। এ নিয়ে ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে।
তিনি আরও জানান, রংপুর জেলাকে গত ১৫ এপ্রিল লকডাউন করা হয়। ওই দিন থেকে আজকের দিন (৫ মে) পর্যন্ত ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে ২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত আরও ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে গুরুতর অসুস্থ কেউ নেই। বর্তমানে ডেডিকেটেক করোনা আইসোলেশন হাসপাতালে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
নিউজবিডি৭১/এম কে/ ৫ মে ২০২০