গাইবান্ধা : রডবোঝাই ট্রাকে চেপে ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন। এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া আহত অন্তত পাঁচ জনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রডবোঝাই একটি ট্রাকে করে ১৩ যাত্রী ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলো। পথে জুনদহ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় রডের নিচে চাপা পড়ে ১৩ যাত্রী নিহত হন।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। নিহতদের মধ্যে সবাই পুরুষ। তারা ট্রাকের ওপরে বসে রংপুরের দিকে যাচ্ছিলো।
নিউজবিডি৭১/এম কে/ ২১ মে ২০২০