মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নতি প্রসারে রাজধানীতে স্থাপিত হতে যাচ্ছে আরো দুটি মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাস। আগামীকাল (১৯ নভেম্বর) বেলা ১২টায় রাজধানীর তুরাগ থানা এলাকার নয়ানগর চেয়ারম্যান বাড়ি মোড় সংলগ্ন স্থানে জামিয়াতুন নূর আল কাসেমিয়া ও রওজাতুস সালিহাত উসমানিয়া মহিলা মাদরাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন আওলাদে (সা.) শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানী (রাহ.)এর সুযোগ্য দৌহিত্র ভারতের উত্তর প্রদেশের জামিয়া কাসেমিয়া মাদরাসায়ে শাহী মুরাদাবাদের পরিচালক আল্লামা সাইয়্যেদ আশহাদ রশিদী।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামিয়াতুন নূর আল-কাসেমিয়ার শিক্ষা পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী। একই দিনের আসরের নামাজের পর উত্তরা ১২ নং সেক্টর বায়তুন নূর জামে মসজিদে আন নূর তালীমুল কুরআন একাডেমির সবক উদ্বোধন করবেন আমন্ত্রিত অতিথি।
বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা নাজমুল হাসান দাঃবাঃ উক্ত মাদ্রাসা দুটির প্রতিষ্ঠাতা। শিক্ষা প্রতিষ্ঠান দুটি ভারতের বিখ্যাত দেওবন্দ মাদ্রাসার সিলেবাসে প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
এ বিষয়ে মুফতি হাবিবুর রহমান কাসেমী, আমরা জানি, ভারতের দারুলউলুম দেওবন্দ শুরু হয়েছিলো এক উস্তাদ এক ছাত্রের পাঠদানের মধ্য দিয়ে ডালিম তলায়। সেই প্রতিষ্ঠান যেভাবে জগৎবিখ্যাত হয়েছে সকলের দোয়া এবং সহযোগীয় এই জামিয়াতুন নূর আল কাসেমিয়াও একদিন জগৎবিখ্যাত হবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা যখন মাদরাসা শুরু করি তখন আমাদের জায়গার ব্যবস্থা ছিলো না। ছাত্র ভর্তির জায়গা ছিলো না। তবুও আল্লামা নাজমুল হাসান কাসেমী হিম্মত করেছেন। বর্তমানে যে ভবনটিতে মাদরাসার ছাত্রাবাস সেটির নিচ তলায় একটা কোম্পানির গোডাউন ছিলো, সেটি ভাড়া নিয়ে ভর্তির কার্যক্রম চালু করেছিলেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে অল্প ক’দিনের মধ্যেই জামিয়াতুন নূর আল কাসেমিয়া সারাদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীকাল জামিয়ার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিস্থাপন হতে যাচ্ছে। আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর নামের বরকত ও আল্লামা নাজমুল হাসান কাসেমীর হিম্মতের বদৌলতে এত অল্প সময়ে একটি দ্বীনি মারকাজের আনুষ্ঠানিক ভিত্তিস্থাপন হতে যাচ্ছে।
ভিত্তিপ্রস্তর আয়োজন সম্পর্কে হাবিবুর রহমান কাসেমী বলেন, ইতোমধ্যেই ভিত্তি স্থাপন, দোয়া মাহফিল ও সবক উদ্বোধন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস ভবনের ভিত্তি স্থাপনের পর ক্যাম্পাস মসজিদে আওলাদে রাসূল সাইয়্যেদ আশহাদ রশিদী জুম্মার নামাযে খুতবাদান ও ইমামতি করবেন।
ভিত্তিপ্রস্তর উদ্ভোধন অনুষ্ঠানটিতে রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.) এর মুতায়াল্লিকিন, মুহিব্বীন এবং স্থানীয় উলামায়ে কেরাম ও তুলাবাদেরকেও শরীক হওয়ার আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।