নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মতিঝিল থানাধীন উত্তর কমলাপুর এলাকার আবাসিক হোটেল আল ফারুক থেকে তরুণ কান্তি সেন (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ।
বুধবার (৯ জুন) ভোর ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।
মৃত তরুন কান্তি চট্টগ্রাম কোতয়ালী ১৫ নংএনাম হাউজ, আব্দুস সাত্তার রোডর , আমেষ চন্দ্র সেনের ছেলে।
মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সবুজ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই জানান, খবর পেয়ে আবাসিক আল-ফারুক হোটেলের ৭০১ নম্বর রুমের দরজা ভেঙে তরুণ কান্তি সেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন,তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নাই প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে স্ট্রোক করতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, হোটেলের রেজিস্ট্রার থেকে জানা যায়, মৃত ব্যক্তি ৭ জুন সকালে কমলাপুরের হোটেল আল ফারুকে উঠেছিলেন। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম তরুণ কান্তি সেন। সেখানে তার ঠিকানা দেওয়া হয়েছে আব্দুস সাত্তার রোড, কোতয়ালী, চট্টগ্রাম। তরুণ কান্তি পেশায় ছিলেন ব্যবসায়ী। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তাৎক্ষকিভাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
এস এইচ আই / নিউজবিডি৭১
