রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানার আগুন নিভিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিকেল অথবা সন্ধ্যার দিকে উদ্ধার কাজ শেষ হবে তখন ঘটনার তদন্ত শুরু হবে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের তদন্ত কিমিটর প্রধান জিল্লুর রহমান।
এসময় তিনি বলেন, আমরা গতকাল ৪৯ টি মরদেহ উদ্ধার করি। পরে নতুন করে আর কোন মরদেহ উদ্ধার করা হয়নি। ভবনটিতে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে। আমাদের উদ্ধার কাজ বিকেল পর্যন্ত চলবে তারপর থেকে আমাদের তদন্ত শুরু হবে। অগ্নিকান্ডের ঘটনায় ভবনটির পঞ্চত তলার ছাদের মাঝে ১৫ ফুটের মতো ধসে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা পঞ্চম ও ষষ্ঠতলায় উদ্ধার অভিযান পরিচালনা করছে। ভবনটিতে কোন বিল্ডিং কোড মানা হয়নি এ কারণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে রূপগঞ্জ উপজেলার কর্নগোপ এলাকার সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানার পূর্বদিকে একটি ভবনে অগ্নিকান্ড শুরু হয়। এ ঘটনায় ওইদিনই তিনজন নিহত হয়। শুক্রবার বিকেল ৩ টার দিকে কারখানাটির চতুর্থতলার দক্ষিণ পূর্ব পাশ থেকে ৪৯ টি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
সাজেদুর রহমান/এসএইচআই
