রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করতে প্রশাসনকে তৎপর দেখা গেছে। বৃহস্পতিবার সকালে থেকেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, রূপগঞ্জের প্রধান প্রধান জায়গা গুলোতে চেকপোষ্টেও পুলিশকে তৎপর দেখা গেছে।
উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নূসরাত জাহান বলেন, লকডাউন কঠোর করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। এলাকায় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কেউ কারণ ছাড়া বাইরে বের হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, রূপগঞ্জ উপজেলায় লকডাউন কঠোর করতে তৎপর রয়েছে প্রশাসন। উপজেলায় প্রবেশের প্রধান পয়েন্ট গুলোতে চেক পোষ্ট বসানো হয়েছে।
এম কে