লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন সদর উপজেলার এবং একজন রামগতি উপজেলার বাসিন্দা। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন করে ৬ জনসহ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে একজন জেলার রামগতির চরগাজী ইউনিয়ন পরিষদের সদস্য। তার বসয় ৪৫ বছর। তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রহিম। এদিকে নতুন করে চার মাস বয়সী আরও এক শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে তার বাড়ি। ওই পরিবারের আরও তিন সদস্য এবং পাশ^বর্তী দিলশাদপুর গ্রামের দুইজন নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।