ক্রীড়া ডেস্ক
ঢাকা : সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গা নদীর ফরাশগঞ্জ ঘাট বরাবর মাঝ নদীতে ময়ূর-২ নামে একটি বড় লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড ডুবে যায়। এতে ঘটনাস্থলেই অনেক মানুষের মৃ’ত্যু ঘটে। করোনার মধ্যেই দূ’র্ঘটনায় একসাথে এতো মানুষের মৃ’ত্যুতে শোকে স্তব্ধ গোটা দেশের মানুষ। ক্রিকেটার তাসকিন আহমেদও এমন ঘটনায় শো’কাহ’ত হয়েছেন।
নিজের ফেইসবুক পেজে এক স্টাটাসে মৃ’ত্যু সবার জন্য প্রার্থনা করেন তিনি। সেই সাথে সবার পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সেই প্রার্থনাও করেন তাসকিন।
তাসকিন লিখেছেন, “বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিহ’ত সকলের আত্মার মাগফেরাত কামনা করছি, নিহতের পরিবারকে যেন মহান আল্লাহ তায়ালা শোক সহ্য করার ক্ষমতা দেয় এবং নিহ’তদের যেন মহান রাব্বুল আলামিন জান্নাত নসিব করেন এই প্রার্থনা করি! আমিন!”
নিউজবিডি৭১/ এম কে / ০১ জুলাই ২০২০