দিনাজপুর : দিনাজপুরের বাজারে আগামী ৩১ মে (রোববার) থেকে কমবেশি সকল জাতের লিচু নামানোর কথা রয়েছে। করোনাভাইরাসের কারণে দেখা মিলছে না পাইকারদের। লিচু বাগান বিক্রি করতে পারছেন না চাষি ও মৌসুমী ব্যবসায়ীরা। মাদ্রাজি জাতের লিচু বিক্রি হচ্ছে পানির দরে। কোথাও ১৫০ টাকা শ, কোথাও ২০০ টাকা।
তবে লিচু চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন বলে দাবি করেছেন। তাদের দাবি, অন্যান্য বছর মাদ্রাজি জাতের লিচু এই সময় বিক্রি হতো ৩৫০ টাকা শ থেকে ৪০০ টাকা শ পর্যন্ত।
বিরল উপজেলার লিচুচাষি বলেন, অন্যবার এ সময় বাগান বিক্রি হয়ে যেত। বাগান বিক্রির টাকা দিয়ে ধারদেনা পরিশোধ করার পরও বিভিন্ন কাজে লাগানো যেত। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত পাইকারি ব্যবসায়ীরা আসেননি। ফলে অধিকাংশ বাগান মালিকই বাগান নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
উল্লেখ্য, দিনাজপুরে এবার সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে সোয়া ২ কোটি গাছে ৩০ হাজার মেট্রিক টন লিচু উৎপাদন হবে। যার আনুমানিক মূল্য হাজার কোটি টাকা।
নিউজবিডি৭১/এম কে/ ২৩ মে ২০২০