ক্রীড়া ডেস্ক
ঢাকা : নিজের চুল নিজে কাটার ছবি পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শচীন টেন্ডুলকার এবার ছেলের চুল কেটে দেওয়ার ভিডিও পোস্ট করলেন। পেশাদারদের মতোই পুরো কাজটা করলেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।
ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন শচীন। ভিডিওতে দেখা যাচ্ছে, ২০ বছরের ছেলে অর্জুন টেন্ডুলকারের চুল কাটছেন তিনি। ভিডিওটি পোস্ট করে মেয়ে সারাকেও ধন্যবাদ জানিয়েছেন শচীন। কারণ তাকে এই কাজে সাহায্য করেছে সারাই।
ক্যাপশনে শচীন লিখেছেন, ‘একজন বাবা হিসাবে আপনার সব কিছু করতে হবে। সেটা আপনার সন্তানদের সঙ্গে গেম খেলা হতে পারে, তাদের সঙ্গে জিমে সময় কাটানো হতে পারে বা তাদের চুল কাটা।’
নিউজবিডি৭১/এম কে/ ২০ মে ২০২০