শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে স্বাস্থবিধি না মানায় আজ ১৭মে থেকে আবারও সকল দোকান পাট বন্ধ ঘোষণা করেন জেলা প্রসাশক।গত ১৬মে শরীয়তপুর জেলা প্রকাশকের একটি গনবিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রদান করেন জেলা প্রকাশক জনাব কাজী আবু তাহের।গত ১০মে হতে সরকারি নির্দেশনামতে দেশব্যাপী মার্কেট, শপিংমল এবং অন্যান্য সকল ধরনের দোকানপাট সকাল ১০.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত খোলার অনুমতি প্রদান করা হয় এবং সকল মার্কেট,শপিংমল ও দোকানপাট কে স্বাস্থ্যসুরক্ষা প্রয়োজনীয় ব্যবস্থা রেখে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়।
সে মোতাবেক সকল মার্কেট, শপিংমল ও দোকানপাটে বিক্রয় কার্যক্রম শুরু হয়।কিন্তু গত এক সপ্তাহে পর্যবেক্ষনে দেখা দেছে ঐ সব মার্কেট, শপিংমল ও দোকানপাট গুলোতে কোন ধরনের স্বাস্থ্যসুরক্ষার মানা কোন প্রকার উপকরণ রাখা হয় নাই এবং কোন দোকানদাররা সামাজিক দূরত্ব বজায় না রেখে কেনা-বেচা হচ্ছে ও শত শত মহিলা ও পুরুষদের উপচে পড়া ভির দেখাগেছে।তাই সামাজিক ব্যক্তিবর্গের অনুরোধে এবং করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি শরীয়তপুরের সিদ্ধান্ত মোতাবেক ১৭মে২০২০ রোজ রবিবার হতে সমগ্র শরীয়তপুর জেলার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ঔষধের দোকান ও অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ব্যতীত সকল দোকানপাট, শপিংমল ও অন্যান্য দোকানপাট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সকল ধরনের গণপরিবহন এবং এক জেলা থেকে অন্য জেলা ও এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনচলাচল বন্ধ করে দিয়েছেন জেলা প্রসাশক।তবে জরুরি বিভাগের গাড়ি ও কৃষি খাতের প্রয়োজনীয় সকল খাদ্যদ্রব্য সরঞ্জাম ও পরিবহন এর আওতাবহির্ভূত থাকবে বলে জানান শরীয়তপুর জেলা প্রসাশক।
নিউজবিডি৭১/এম কে/১৭ মে ২০২০