শিগগিরই মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।
রোববার (৭ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, এ নির্বাচনের ভোটার তালিকাটা করার জন্য যে গেজেট করা দরকার সেটা সম্পন্ন হয়নি। বাকিগুলো তালিকাভুক্ত করে গেজেট করে একটি ভোটার তালিকা করে দিয়ে দেব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন। সেখানে কেবিনেট সেক্রেটারিকে প্রধান করা হয়েছে। কমিটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তালিকা চেয়েছে। মন্ত্রণালয় তালিকা দিলেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় মিটির সদস্য সচিব ওসমান আলী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিদ্দিক আহম্মেদ, জেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, গোলাম রইচ, শৈলকুপা উপজেলা শাখার সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিতা প্রমুখ উপস্থিত ছিলেন।