ক্রীড়া ডেস্ক:দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে যোগ করা সময়ে গোল খেয়ে পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা। ২-০ গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আলবিসেলেস্তেরা।
বুধবার (৯জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটানোতে খেলাটি শুরু হয়। কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছেন লিওনেল মেসিরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা শুরু হওয়ার আগে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেই ড্র করেছে আর্জেন্টিনা। এর আগে চিলির বিপক্ষে ১-১ গোলে সন্তুষ্ট থাকতে হয় লিওনেল স্কালোনির শিষ্যদের
প্রতিপক্ষের মাঠে হলেও শুরু থেকে আক্রমণের পশরা সাজায় আলবিসেলেস্তিরা। ৩ মিনিটে ফল পায় আকাশি-নীলরা। রোমেরো নাম লেখান স্কোর লাইনে। ৫ মিনিট পর আরও এক গোল করেন প্যারেডস। ২-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে আর কোনো গোল না হলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমায় কলম্বিয়া।
৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মুরিল। আর নির্ধারিত সময়ের শেষ মিনিট অর্থাৎ শেষ মিনিটে বরজা গোল করে সমতায় ফেরান দলকে। শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ। ম্যাচের একদম শেষ মুহূর্তে দ্বিতীয় গোল খেয়ে স্বাগতিকদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই বাড়ি ফিরতে হয়েছে আর্জেন্টাইনেদর।
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের অষ্টম রাউন্ডের খেলা শেষে ছয় ম্যাচে আর্জেন্টিনার সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচে সবকয়টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
এস এইচ আই / নিউজবিডি৭১
